Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়ন

পরিচিতিঃ ৪ নং পাল্টাপুর ইউনিয়ন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজলার ১১টি ইউনিয়নের মধ্যে ১টি ইউনিয়ন। এই ইউনিয়ন পরিষদ টি জেলা শহর থেকে ২৯ কিঃ মিঃ উত্তরে দিনাজপুর ঠাকুরগাও মাহাসড়কের পূর্ব পার্শ্বে পাল্টাপুর গ্রামে ঢেপা নদীর তীরে অবস্থিত এবং উপজলা শহর থেকে ৭ কিঃ মিঃ পূর্ব দিকে।

আয়তনঃ ৪ (চার) স্কয়ার বর্গকিলোমিটার।

গ্রামঃ এই ইউনিয়নে মোট ১৯ টি গ্রাম আছে ।

লোকসংখ্যাঃ লোকসংখ্যা প্রায় ৩৯৭৭২ জন (২০২২ সালের জন্ম নিবন্ধন হিসাব অনুযায়ী)।

মোট ভোটার সংখ্যাঃ ২১৮২২ জন (পুরুষঃ ১১১৭৫ জন ও মহিলাঃ ১০৬৪৭ জন) (২০২২ সালের ভোটার তালিকা অনুযায়ী)।

ভাতাভোগীর সংখ্যাঃ  ১। বয়স্ক ভাতাভোগী ১৪৮২ জন

                                ২। বিধবা ভাতাভোগী ৪৩২ জন

                                ৩। প্রতিবন্ধী ভাতাভোগী ৮৩২ জন

                                ৪। মাতৃত্বকাল ভাতাভোগী ১৪০ জন

                                ৫। ভিজিডি ভাতাভোগী ২৩৫ জন

                                ৬। ভিজিএফ ৬৩৯০ জন        

                                    

শিক্ষাপ্রতিষ্ঠানঃ এই ইউনিয়নে মোট ৩১ টি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। তার মধ্যে

                    ১। মাধ্যমিক বিদ্যালয় ৩ টি

                    ২। দাখিল মাদ্রাসা ২ টি

                    ৩। নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১টি 

                    ৪। প্রাথমিক বিদ্যালয় ২৪টি

                    ৫। কলেজ ১টি।

 

সরকারী প্রতিষ্ঠানঃ ডাকঘর, হাসপাতাল, ভূমি অফিস ও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে।

 

নদীঃ ২ টি ( ঢেপা, আত্রাই)।

 

দর্শনীয় স্থানঃ ভোগডোমা শালবন।

 

হাট-বাজারঃ ৭টি ।

 

বে-সরকারী অফিসঃ    ১। গ্রামীণ ব্যাংক

                                 ২। আশা,

                                  ৩। ব্র্যাক,

                                  ৪। কারিতাস,

                                  ৫। একতা সংস্থা,

                                  ৬। সি .ডি. এ.

                                  ৭। বেইস মিতালীর মত আরো বেশ কয়েকটি বে-সরকারী অফিস রয়েছে।

 

শিল্পকারখানাঃ শিল্পকারখানা বলতে তেমন কোন ভারী শিল্পকারখানা এখানে নেই। তবে ১৫টির মত মিল চাটাল রয়েছ। এই মিল চাটাল গুলোতে প্রায় ১০০০ লোকের কর্ম সংস্থানের সুযোগ রয়েছে।

 

মন্তব্যঃ ইউনিয়ন টি খুবই সুন্দর।