ইউনিয়নের আনসার ভিডিপির তালিকা শ্রীঘ্রই আপলোড করা হবে। ৪নং পাল্টাপুর ইউনিয়নের কমান্ডার মোঃ মনজুরুল ইসলাম মোবাইল- ০১৭১৯৫৪১৬১২
আনসার ও ভি.ডি.পি এর দায়িত্ব
ক) রাষ্ট্র বিরোধ কাজে লিপ্ত এবং অস্ত্রধারী দুস্কৃতিকারীদের বিরুদ্ধে জনমত গঠন করা ।
খ) নিজ নিজ এলাকার মধ্যে যাতে দুস্কৃতিকারী ও অন্যান্য অপরাধীগণ খাদ্য ও আশ্রয় না পায় তার ব্যবস্থা করা এবং তাদের দমন করতে আইন শৃংখলা রক্ষাকারী সংস্থাকে সাহায্য করা ।
গ) বে- আইনি অস্ত্র উদ্ধারে সাহায্য করা ।
ঘ) নিজ নিজ এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ন অবস্থানসমূহ পাহারার কাজে অংশ গ্রহন করা।
ঙ) নতুন লোকের আগমন ও চলাফেরা সম্পর্কে স্থানীয় সংশ্রিষ্ট কর্মকর্তাদের অবহিত করা ।
চ) প্রয়োজনবোধে রাতে টহলদার ও স্থানীয় গ্রাম-পুলিশদের পাহারার কাজে সহায়তা করা ।
এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সহযোগিতা করে। যেমনঃ- জাতীয় ও স্থানীয় নির্বাচন, দূর্গাপুজায়, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সহযোগিতা করে
আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সহযোগিতা করা। যেমনঃ- জাতীয় ও স্থানীয় নির্বাচন, দূর্গাপুজায় যোগ্যতা সম্পন্ন আনসার ও ভি.ডি.পি বাছাই ও নিয়োগ প্রদান।
আত্বসামাজিক উন্নয়নে প্লাটুনভূক্ত সদস্য/সদস্যাদের যোগ্যতা অনুসারে বিভিন্ন পেশা ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের জন্য বিভাগীয় প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থী প্রেরণ করা।
সেলাই,এয়ারকন্ডিশনার, ফ্রিজ, ইলেকট্রিশিয়ান, বেসিক কম্পিউটার, মটর ড্রাইভিং, মোবাইল ফোন সেট মেরামত, ওয়েলডিং সোয়েটার নিটিং, হাঁস-মুরগী পালন ও মৎস্য চাষসহ বিভিন্ন পেশা ভিত্তিক প্রশিক্ষণের জন্য যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণার্থী বাছাই ও প্রশিক্ষণের জন্য বিভাগীয় বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে কোঠা মোতাবেক প্রেরণ
নিশ্চিত করণ। উপজেলা প্রশাসনকে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা।
ক) দেশের সার্বভ্যমত্য রক্ষার সাহায্যে কাজ করা।
খ) দেশের আইন সৃংখলা রক্ষার্থে সরকারী আইন সৃংখলা বাহীনিকে সাহায্য করা।
গ) স্বেচ্ছা সেবার কাজ করা।
ঘ) সামাজিক উন্নয়নের কাজ করা।
সাংগঠনিক অবকাঠামো : জেলা কমান্ড্যান্ট-স্বপন কুমার।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা- আ: মতিন।
প্রশিক্ষক- মো: আজিজুল ইসলাম।
ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার :
ভিডিপি দলনেতা- মো: আক্তারুজ্জামান
“ দলনেত্রী শেফালী হালদার
পরিচিতি : আনসার শব্দটি আরবী, এর অর্থ সাহায্য কারী।
আ= আল্লাহ
ন= নবী
সা= সাহায্যকারী
র= রক্ষী
একত্রে- আল্লাহর নবীর সাহায্যকারী রক্ষী।
আনসার এর প্রতিষ্ঠা : ১৯৪৮ সালের ১২ ই ফেব্রুয়ারী।
ভিডিপি এর পতিষ্ঠা : ১৯৭৬ সালের ৫ জানুয়ারী।
উদ্দেশ্য : Village Defence Party.
আনসার এর প্রকার : আনসার ৩ প্রকার।
১। আনসার ব্যাটালিয়ন
২। সাধারণ আনসার
৩। অঙ্গিভূত আনসার
নাম : মেজর জেনারেল নাজিম উদ্দিন, এনডিসি-পিএসসি
মহা-পরিচালক : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস